আগরতলা, ৫ মে, ২০২৫ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ‘বছর বাঁচাও পরীক্ষা’ শুরু হবে আগামী জুন মাসে। এর আগে এবার শুরু হয়েছে পরীক্ষার খাতা রিভিউয়ের প্রক্রিয়া। পর্ষদ সচিব ডঃ দুলাল দে বলেন, যারা নিজেদের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন তারা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। রিভিউয়ের নির্দিষ্ট ফর্ম পর্ষদের অফিসিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের সেই ফর্ম ডাউনলোড করে পূরণ করে আগামী ৮ মে এর মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জমা দিতে হবে।
একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। স্কুল কর্তৃপক্ষকে এই ফর্মগুলি একত্র করে আগামী ১৪ মে এর মধ্যে পর্ষদে পাঠাতে হবে। ১৪ মে এর পর আর কোনো ফর্ম গ্রহণ করা হবে না বলে পর্ষদ জানিয়েছে। রিভিউয়ের ফলাফল এই মে মাসের মধ্যেই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে, ৫ মে থেকে শুরু হয়েছে মার্কশিট বিতরণের কাজ, যা চলবে ৬ মে পর্যন্ত।
ডঃ দুলাল দে আরও জানান, যেসব শিক্ষার্থী মূল পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য ‘বছর বাঁচাও পরীক্ষা’ খুবই গুরুত্বপূর্ণ। এই বিশেষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পুনরায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়। তাই সময়মতো প্রস্তুতি নিতে তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন।