আগরতলা, ২৪ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরার বিলোনিয়া ও কৈলাসহর মহকুমার সীমান্ত এলাকায় বাংলাদেশে বাঁধ নির্মাণের ঘটনায় মুখ্য সচিবকে চিঠি দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। চিঠিতে তিনি উদ্ভূত সমস্যার কথা তুলে ধরে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি করেন, গত বছরের বন্যার পরে বাংলাদেশ সরকার কৈলাশহর সীমান্তে উঁচু বাঁধ নির্মাণ শুরু করায় ওই এলাকার কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিপাত হলেই শহর প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারই এ বিষয়ে কার্যত নীরব থেকেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভায় বিষয়টি উত্থাপন করলে কিছুটা তৎপরতা দেখা গেলেও বাংলাদেশ সরকার নির্মাণ কাজ বন্ধ না করেই এবার বিলোনিয়া সীমান্তে আরও একটি বাঁধ নির্মাণ শুরু করেছে। এতে করে সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফলে কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে। চিঠির শেষে কংগ্রেস সভাপতি রাজ্য সরকারের কাছে দাবি করেন, বর্ষা শুরু হওয়ার আগেই কৈলাশহর ও বিলোনিয়া সীমান্তে বাঁধ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জীবিকা ও মৌলিক অধিকারের সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।