আগরতলা, ১৪ এপ্রিল ২০২৫ঃ
চুরির মামলা উপযুক্ত দুই যুবককে ত্রিপুরা থেকে গ্রেফতার করে নিয়ে গেল চেন্নাই পুলিশ। ধৃতরা হলেন সিপাহীজলা জেলার চাড়িলাম থানার আরালিয়া উওর্মুড়া এলাকার লিটন মিয়া ও বিটন মিয়া। সোমবার দুপুরে বিশালগড় থানার সহযোগিতায় এদের গ্রেপ্তার করে চেন্নাই পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ই এপ্রিল চেন্নাইয়ের এক বাসিন্দার বাড়ি থেকে প্রায় ৪ লক্ষ টাকার সোনার গয়না চুরি যায়। অভিযোগ দায়ের করা হয় থিরুভান্মিয়ুর থানায়। যেখান থেকে ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে লিটন ও বিটন মিয়ার নাম। এরা ওই এলাকায় কাজ করতেন। চেন্নাই পুলিশের একটি দল ত্রিপুরায় আসে এবং বিশালগড় থানার সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করে।
প্রথমে তাদের বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর তাদের আগরতলা বিমানবন্দর হয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তদের চেন্নাইয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।