আগরতলা, ১৪ই মে ২০২৫ঃ
ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের ভান্ডারে এবার হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গেল। রাজ্যের ভূগর্ভে এই জ্বালানি গ্যাসের সন্ধান পেয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। রাজ্যের গোমতী জেলার দেবতামুড়া অঞ্চলে প্রথমবারের মতো হাইড্রোকার্বন অনুসন্ধানের খনন কাজ শুরু করেছে সংস্থাটি। এক বিবৃতিতে অয়েল ইন্ডিয়া জানিয়েছে, ১১ মে থেকে দেবতামুড়ায় কূপ খননের মাধ্যমে ত্রিপুরায় অনুসন্ধান ও উৎপাদন শুরু করেছে। এটি ভারত সরকারের হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন অ্যান্ড লাইসেন্সিং পলিসি এর অধীনে রাজ্যে প্রথম খননকৃত কূপ। কূপটির অবস্থান আগরতলা থেকে প্রায় ১২০ কিমি দূরে বড়মুড়া ও দেবতামুড়া রিজার্ভ ফরেস্ট এলাকায়, যা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার খুব কাছে।
অয়েল ইন্ডিয়া জানিয়েছে, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। ঘন জঙ্গলাকীর্ণ দুর্গম পাহাড়ি ভূখণ্ড, সংকীর্ণ এবং বাঁকানো রাস্তা, দীর্ঘায়িত বর্ষাকালে প্রবল বন্যা এবং ভূমিধসের কারণে একাধিকবার কূপের ভিত্তি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কাজ বিলম্বিত হয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সংস্থার অদম্য প্রচেষ্টা ও প্রতিশ্রুতি ‘আত্মনির্ভর ভারত’ এর লক্ষ্যপূরণে এক সাহসী পদক্ষেপ বলে মনে করছে সংস্থা।