আগরতলা, ১৫ মে ২০২৫ঃ
রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে ত্রিপুরা সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই কলেজগুলি ধলাই জেলার আমবাসা, গোমতি জেলার কাকড়াবন ও করবুকে স্থাপিত হবে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ধলাই জেলার আমবাসায় ইতোমধ্যেই নতুন কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ধলাই জেলায় নতুন কলেজের নাম হবে “গভর্মেন্ট ডিগ্রি কলেজ, আমবাসা”। কলেজের একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে এবং আসন সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান নিয়মাবলী মানা হবে।
কলেজটির অধ্যক্ষ, শিক্ষক ও অন্যান্য কর্মচারী নিয়োগ, প্রশাসনিক কাজকর্ম এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা উচ্চশিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত হবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অনিমেষ দেববর্মা। এই পদক্ষেপ রাজ্যের গুণগত শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী প্রশাসন। রাজ্য সরকার মনে করছে, এই উদ্যোগে পূর্ব ও দক্ষিণ ত্রিপুরার তুলনামূলক পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার গুণগত মান উন্নয়ন পাবে এবং বহু মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য নতুন দিগন্ত খুঁজে পাবে।