আগরতলা, ১৩ মার্চ, ২০২৫ঃ
ত্রিপুরায় বিভিন্ন সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে নজরদারি বাড়াতে জেলা ভিত্তিক পর্যালোচনা সভা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ধারাবাহিকতায় রবিবার ধলাই জেলার মনু সরকারি ডাকবাংলোয় অনুষ্ঠিত হয় একটি পর্যালোচনা সভা।
এই সভায় মুখ্যমন্ত্রী জেলার পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, গ্রামোন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও বন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন যাতে সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার প্রতিটি জেলায় পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সকল প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ তার সুফল পান, সেদিকে নজর রাখতে হবে।” পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, এম.ডি.সি. সঞ্জয় দাস, এম.ডি.সি. হংসকুমার ত্রিপুরা, ধলাই জোনাল ডেভেলপমেন্ট চেয়ারপার্সন প্রেমলাল মলসম, ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, পুলিশ সুপার মিহিরলাল দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, জেলার চারটি মহকুমার মহকুমা শাসক এবং বিভিন্ন দপ্তরের জেলা স্তরের আধিকারিকগণ।এই পর্যালোচনা সভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি ও কার্যকারিতা আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে।