আগরতলা, ১২ এপ্রিল, ২০২৫ঃ
ওয়াকফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহরে জনতা পুলিশের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার। এদিন কৈলাসহর যৌথ আন্দোলন কমিটির ডাকে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ঘিরে দেখা দেয় এই উত্তেজনা। মিছিল চলাকালীন কুবঝার এলাকায় মিছিলকারীদের একাংশ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু উশৃংখল যুবক পুলিশকে লক্ষ্য করে ইট ও কাঁচের বোতল নিক্ষেপ করতে শুরু করে।
এ ঘটনায় কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, পুলিশ ইন্সপেক্টর যতীন্দ্র দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন বিক্ষোভ মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কুবঝার এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, ইরানি থানার ওসি অরুণদয় দাস, ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সহ টি.এস.আর এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
আহত পুলিশকর্মীদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর ও নর্দান ডিআইজি রতি রঞ্জন দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন।
ডিআইজি রতি রঞ্জন দেবনাথ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহম্বদ বদরুজ্জামান দাবি করেন, পুলিশের লাঠিচার্জে অনেক বিক্ষোভকারী আহত হয়েছেন এবং উত্তেজনার জন্য পুলিশই দায়ী।
ঘটনার পর রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের সক্রিয়তায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।