আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্ত কর্মচারীদের জনস্বার্থে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ত দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগপ্রাপ্ত কর্মীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে সরকারি চাকরি দিচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রত্যেকেই নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন; কারও ব্যক্তিগত পরিচিতি বা প্রভাব এখানে কোনো ভূমিকা রাখেনি। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৫ সালে এখন পর্যন্ত ৩,২৯৬ জনকে এবং ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে এ পর্যন্ত মোট ১৬,৯৪২ জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। পাশাপাশি আউটসোর্সিং ও চুক্তির ভিত্তিতে আরও ৫,৭৭১ জনকে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাধ্যমে গত তিন বছরে রাজ্যের শিল্পাঞ্চলে ১,৬১৭টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৯৭ জন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে সিডিপিও ও আইসিডিএস সুপারভাইজর পদে ১২৬ জন এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৫৬ জন সহ মোট ৪৭৯ জন নবনিযুক্ত কর্মচারীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা প্রতীকীভাবে কয়েকজনের হাতে নিয়োগপত্র প্রদান করেন।