আগরতলা, ১২ মে, ২০২৫ঃ
“স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকের পাশাপাশি নার্সিং অফিসারদের ভূমিকা অপরিসীম। তাঁদের আন্তরিক ও নিষ্ঠাবান পরিষেবার মাধ্যমেই রোগী এবং তার পরিবারের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয়।” স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সোমবার এ কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের নার্সিং শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। রাজ্যের নার্সিং শিক্ষার মানোন্নয়নে আগরতলা নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটকে ‘আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ’-এ রূপান্তর করা হয়েছে। এছাড়াও বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলিতেও রাজ্যের বহু শিক্ষার্থী নার্সিং শিক্ষা গ্রহণ করছে।
স্বাস্থ্যখাতে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সালে ১৫৩ জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে এবং আরও ৩৩২ জনের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, এবং নবজাতক ও শিশুর রোগ ব্যবস্থাপনার উপর আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, “বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে রাজ্যে একটি মেডিক্যাল হাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।”