আগরতলা ১৪ এপ্রিল, ২০২৫ঃ
আগামী নববর্ষের দিন রাজ্যবাসীর জন্য বিশেষ সুখবর নিয়ে এল রাজ্য সরকারের মৎস্য দপ্তর। পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যের ২১টি স্থানে ন্যায্য মূল্যে ইলিশ সহ বিভিন্ন মাছ বিক্রির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগে সাধারণ মানুষ সুলভে পাবে রুই, কাতলা, ইলিশ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক ও দেশি মাছ।
রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজার তথা গোল বাজার, গনকি, তেলিয়ামুড়া, জিরানিয়া, উদয়পুর সহ একাধিক স্থানে এই বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে সরাসরি ইলিশ মাছ বিক্রি হবে নির্ধারিত দামে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত মাছগুলোরও নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুধাংশু দাস আরও জানান, নববর্ষে বাঙালির রসনাতৃপ্তির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চৈত্রমেলা শেষে পয়লা বৈশাখের জন্য উৎসবপ্রিয় মানুষদের প্রস্তুতির মাঝেই এই ঘোষণা রাজ্যের খাদ্য রসিকদের মধ্যে বিশেষ উৎসাহ জাগিয়েছে। নতুন বছরের প্রথম দিনে বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজনে এই উদ্যোগ রাজ্যবাসীর জন্য এক দারুণ উপহার বলেই মনে করছেন সকলে।

You May Also Like

Minister Ratan Lal Nath submits complaint to Speaker against ‘Daily Desher Katha’ Newspaper

Agartala:Mar 26: “Tripura’s local newspaper ‘Daily Desher Katha’ has been accused of…

Bhavan’s Little Learners celebrate annual programme

Agartala, April 02: The Bhavan’s Little Learners, Bordowali celebrated annual programme and…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…

ত্রিপুরা বিধানসভায় তিনটি বিল গৃহীত

আগরতলা, ২৬ মার্চ, ২০২৫ঃবিধানসভায় বুধবার তিনটি বিল ধ্বনিভোটে গৃহীত হয়েছে৷ ‘দ্য সোসাইটিস…