আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৫ঃ
পহেলগাঁমে জঙ্গিদের হামলার পর গোটা দেশজুড়ে বাড়ানো হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সতর্কতা। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে টহলদারি আরও কঠোর করা হয়েছে। শুধু পাকিস্তান সীমান্ত নয়, ভারত-বাংলাদেশ সীমান্তেও বাড়ানো হয়েছে সতর্কতা। গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ফলে ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আগরতলা সংলগ্ন লংকামুড়া বিওপি এলাকার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের টহলদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। রীতিমত যুদ্ধকালীন প্রস্তুতিতে আছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সর্বত্র চলছে কঠোর নজরদারি এবং সন্দেহভাজনদের উপর তৎপর মনিটরিং। সর্বোপরি, পহেলগাঁমে জঙ্গি হামলার পর গোটা দেশের সীমান্তগুলোয় বাড়ানো হয়েছে সুরক্ষা ব্যবস্থাপনা। প্রতিটি সীমান্ত এলাকায় বিএসএফের কড়া উপস্থিতি এবং বাড়তি টহল দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।