আগরতলা, ১০ মে, ২০২৫ঃ
ত্রিপুরার করবুক কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বুর্ব মোহন ত্রিপুরা শনিবার সকালে আগরতলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন বুর্ব মোহন ত্রিপুরা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে করবুক কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি তিপ্রামথা দলে যোগ দেন।বিধানসভা চত্বরে এদিন সকালেই তার মরদেহ নিয়ে যাওয়া হলে বিভিন্ন দলের বিধায়ক ও নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান।
তার মৃত্যুতে গোটা করবুক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন আগরতলা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ এলাকা করবুকে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রাজ্যের বিভিন্ন মহল থেকে তাঁর আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে লেখেন, রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক বুর্ব মোহন ত্রিপুরা মহোদয়ের আকষ্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। আমি উনার বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনার পরিবার প্রিয়জনকে যাতে এই বিয়োগ ব্যাথা সহ্য করার শক্তি প্রদান করেন।