আগরতলা, ১৫ মে, ২০২৫ঃ
“প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না আসে, তা নিশ্চিত করতে রাজ্য সরকার সচেষ্ট এবং এ সংক্রান্ত একটি সুষ্ঠু পরিকাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।” টিসিএস, ২০২৪ ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন বৃহস্পতিবার। অনুষ্ঠানে তিনি বলেন, “টিসিএস আধিকারিকরা হলেন সরকারের শাসন ব্যবস্থার অগ্রবর্তী শক্তি। তাঁদের উচিত সাধারণ নাগরিকের সঙ্গে সরকারের মধ্যে কার্যকরী সেতুবন্ধন গড়ে তোলা।” তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৩০ জন নবনিযুক্ত টিসিএস আধিকারিককে অভিনন্দন জানান। তাঁদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১০ জন মহিলা। তিনি বলেন, “টিসিএস এবং টিপিএস-এর যেসব শূন্যপদ রয়েছে, সেগুলো ধাপে ধাপে পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, প্রশাসনিক পি অ্যান্ড টি বিভাগের প্রতিনিধিরা, এবং রাজ্যের অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সিপার্ড আগরতলা। অনুষ্ঠানটি শুধু সংবর্ধনা নয়, এক নতুন প্রশাসনিক যাত্রার সূচনা বলেও মনে করেন বিশ্লেষকরা।