আগরতলা, ১৪ মে, ২০২৫:
বর্ষাকালীন সময়ে বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল থাকবে। শুধুমাত্র গুরুতর চিকিৎসাজনিত কারণেই ছুটি মিলবে। আসন্ন বর্ষাতে বিদ্যুৎ নিগমের প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার। ত্রিপুরায় বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এই পর্যালোচনা সভায় বিদ্যুতের সাবস্টেশন, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ, লাইনের উপর গাছ পড়া ঠেকাতে জঙ্গল কাটিং এবং বিদ্যুৎ বিল আদায় নিয়ে আলোচনা হয়। সভায় মন্ত্রী রতন লাল নাথ বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া নিগম একা এই বিশাল কাজ সামলাতে পারবে না। বিদ্যুৎ সংযোগ রক্ষা করতে গাছ কাটার সময় বাধা না দেওয়া, বিল সময়মতো প্রদান এবং হুক লাইন বন্ধ করা প্রয়োজন।” বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, বর্ষা শেষে কর্মীদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করবে সরকার।
বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে অতিরিক্ত জনবল, যানবাহন ও যন্ত্রাংশ সরবরাহের প্রতিশ্রুতি দেন নিগমের ব্যবস্থাপনা অধিকর্তা বিশ্বজিৎ বসু। এই পর্যালোচনা সভা ত্রিপুরায় বর্ষাকালীন বিদ্যুৎ পরিষেবা রক্ষায় একটি কার্যকর পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে। জনসচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা মিলেই এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব বলে মনে করছে বিদ্যুৎ দপ্তর।