আগরতলা, ১৩ এপ্রিল, ২০২৫ঃ
প্রতিবেশী বাংলাদেশে রাজনৈতিকতা অশান্তির কারণে পালিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। রবিবার এরকম পালিয়ে আসার সাতজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল বিলোনিয়া থানা পুলিশ। বন্ধুর সূত্রের খবরের ভিত্তিতে বিলোনিয়া থানা পুলিশ মনুরমুখ তবলা চৌমুহনী এলাকায় তল্লাশি চালিয়ে এই সাতজন নাগরিকদের আটক করেছে। ধৃতরা হলেন, রবিন হোসেন, মহম্মদ রফি, আমজাদ হোসেন, শহিদুর জ্জামান, ফয়জল, রেহান মোল্লা, ও গিয়াস উদ্দিন।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানান, বিলোনিয়া মহকুমার আমজাদ নগর সীমান্ত দিয়ে তারকাটা তারের বেড়া ডিঙিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছেন। বাংলাদেশে এরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। মুসলিম হয়েও রাজনৈতিক কারণে এরা নানা হিংসার শিকার। প্রাণ বাঁচাতে এরা অবৈধভাবে সীমান্ত টপকে ভারতের প্রবেশ করেছেন। ধৃতদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি কিপ্যাড মোবাইল, ভারতীয় মুদ্রায় ১,৬৪,৭৮০ রুপি এবং বাংলাদেশি মুদ্রায় ১,৯৩৫ টাকা উদ্ধার হয়েছেধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬১(২)/১৪৩(৩) ধারায় এবং আইপিপি অ্যাক্টে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সংশোধিত ওয়াকফ আইনের জেরে ভারতে নানা জায়গায় অশান্তির খবর উঠে আসছে। ধৃতরা এসব ঘটনায় জড়িত থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ।