আগরতলা, ৬ মে, ২০২৫ঃ
সিপাহীজলা জেলার মধুপুর সীমান্তে গভীর রাতে চুরি করা মোটরসাইকেল পাচারের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং এক ভারতীয় যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশের কসবা থানার মাদলা এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মোহাম্মদ সাকিব। আহত ভারতীয় যুবক সুজন বর্মন, ত্রিপুরার আগরতলার বাসিন্দা, বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনার সূত্রপাত হয় ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেলটি পাচারের চেষ্টা চলাকালীন রবিবার রাত প্রায় ১২ টার দিকে সীমান্ত রাধানগর এলাকায় বিএসএফের নজরে আসে দুই পাচারকারী। বিএসএফ জানায়, অভিযুক্তরা প্রথমে তাদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় বিএসএফও ২ রাউন্ড গুলি চালালে মোহাম্মদ সাকিব ঘটনাস্থলেই মারা যান এবং সুজন বর্মন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে অন্য পাচারকারীরা আহত সুজনকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যায় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এদিকে সোমবার রাতে রাধানগর বিএসএফ উদ্ধারকৃত মোটরসাইকেলটি মধুপুর থানায় হস্তান্তর করে।
ঘটনাটি ঘিরে রাধানগর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিহত সাকিবের পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।