আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃ
প্রধান বিরোধী দল সিপিএমকে ছাড়াই বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে মন্তব্য করার অভিযোগের নিষ্পত্তির জন্য অধ্যক্ষের কাছে প্রস্তাব দেয় কংগ্রেস। তবে মুখ্যমন্ত্রীর আহ্বানের পরও ট্রেজারি বেঞ্চ বিরোধীদের সভায় ডাকার বিষয়ে অনড় অবস্থান নেয়। বৃহস্পতিবার থেকে সিপিএম সম্পূর্ণভাবে বাজেট অধিবেশন বয়কট করে। অধিবেশনের শূন্য সময়ে বিষয়টি মীমাংসার জন্য অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। অন্যদিকে, বিধায়ক সুদীপ রায় বর্মন বিরোধী ও শাসক দলের মধ্যে আলোচনার প্রস্তাব রাখেন। কিন্তু অধ্যক্ষ এই উদ্যোগ নিতে রাজি হননি। এদিকে, মন্ত্রী রতন লাল নাথ বিরোধীদের নতুন করে সভায় ডাকার প্রস্তাবে তীব্র আপত্তি জানান। তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে সুদীপ রায় বর্মণের প্রস্তাবের বিরোধিতা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন অধিবেশনের মুখ্যমন্ত্রী ডুমুর জলাশয়ের জল শোধন করে পানীয় জল হিসেবে ব্যবহারের বিষয়ে একটি নোটিশের জবাব দেন। পাশাপাশি, হাওড়া নদীর নাব্যতা বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।অধিবেশনের দ্বিতীয়ার্ধে সাধারণ বাজেটের ওপর আলোচনা হয়, যেখানে শাসক দলের ১১ জন বিধায়ক অংশ নেন। মন্ত্রী অনিমেষ দেববর্মা ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়াও বাজেট আলোচনায় অংশ নেন। শাসক দলের বিধায়করা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে একে দায়িত্বশীল ও প্রগতিশীল বলে অভিহিত করেন।

You May Also Like

Tripura government proposed a comprehensive ₹145.71 crore project to rejuvenate the Howrah River

Agartala: Mar 27: The Tripura government has proposed a comprehensive ₹145.71 crore…

২ এপ্রিল থেকে পর্ষদ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

আগরতলা, ২৭ মার্চ, ২০২৫ঃত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

সিপাহীজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় উদ্ধার আগ্নেয়াস্ত্র!ব্যাপক চাঞ্চল্য গ্রেপ্তার ৪!!

সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার আগ্নেয়াস্ত্র বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার ৪জন। সম্প্রীতি…

মানকি বাত অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ মার্চ, ২০২৫ঃরবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী…