আগরতলা, ১ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিবেশন মঙ্গলবার শাসক-বিরোধী বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ জিতেন্দ্র চৌধুরীকে সতর্ক করে দেন এবং বিধানসভার নিয়মাবলী অনুযায়ী এই ধরনের সমালোচনা করার বিষয়ে সতর্ক করেন।
মন্ত্রীর রতন লাল নাথের বিরুদ্ধে বিরোধী দলনেতা প্রিভিলেজ মোশন আনতে চেয়েছিলেন, কিন্তু অধ্যক্ষ তার আবেদনটি বাদ দিয়ে দেন, কারণ মন্ত্রী রতন লাল নাথের আগেই আরেকটি প্রিভিলেজ মোশনে অভিযোগ তুলেছিলেন। আর একই অধিবেশনে একাধিক প্রিভিলেজ মোশনে আলোচনা করার নিয়ম নেই। এ ঘটনায় বিরোধী দলনেতা অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি চিঠি দেন।
অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই বিষয়ে মঙ্গলবার বিধানসভার শূন্য সময়ে জানান, বিরোধী দলনেতার সমালোচনা ভর্তৎসনা যোগ্য এবং বিধানসভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যায় না। তিনি আরও বলেন, বিরোধী দলনেতার পদমর্যাদা বিবেচনা করে তিনি কোনো পদক্ষেপ নেবেন না, তবে এবারের মতো তাকে সতর্ক করা হয়েছে।