আগরতলা, ৭ এপ্রিল, ২০২৫ঃ
বিলোনিয়া বলামুখা এলাকা থেকে একটি বাংলাদেশী ড্রোন উদ্ধার করেছে বিএসএফ। সংশ্লিষ্ট এক পুলিশ আধিকারিক জানান, ” সোমবার সকালে পুলিশের কাছে খবর আসে যে, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাধন মজুমদারের বাড়ির সামনে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করি। এটি অত্যন্ত সন্দেহজনক এবং সম্ভবত বাংলাদেশ থেকে এসেছে।” অন্যদিকে, সাধন মজুমদার জানান, “সকালে আমাদের চাষি গোপাল পাল এই ড্রোনটি পেয়ে আমাদের কাছে নিয়ে আসে। পরে আমরা পুলিশকে বিষয়টি জানাই। গত এক সপ্তাহ যাবত এই ড্রোনটি ওই এলাকায় উড়তে দেখা গেছে, কিন্তু কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। অবশেষে আজ এটি পাওয়া গেল। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশি ড্রোন ওই এলাকায় উড়ছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। সোমবার সকালে, একটি ড্রোন ভারতের সীমান্তে ৩০০ মিটার দূরে পাটক্ষেত্রের মধ্যে পাওয়া যায়। বিএসএফ ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একটি কালো রঙের ড্রোন উদ্ধার করে, যা তারা সন্দেহ করছে হয়তো বাংলাদেশ থেকে এসেছে।