আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৫ঃ
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় সোমবার। এদিন যুব তিপ্রামথার প্রায় ২০০ জন সদস্য জাতীয় ও দলীয় পতাকা হাতে মুহুরী নদীর উত্তর পাড়ে বাঁধ নির্মাণ এলাকা পরিদর্শনের গেলে বিএসএফ ও পুলিশ তাদের বাধা দেয়। দীর্ঘ আলোচনা ও বাকবিতণ্ডার পর প্রতিনিধিমূলক একটি দল বাঁধ এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। বাধা পেয়ে প্রথমে যুব তিপ্রামথার সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান তোলে এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোঃ ইউনূসের ছবিতে থুতু ফেলে ও জুতা মেরে প্রতিবাদ জানায়। যুব তিপ্রামথার নেতা ডেভিড মুড়াসিং অভিযোগ করেন, ত্রিপুরার ভৌগলিক সীমা পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী। এলাকা পরিদর্শন শেষে যুব তিপ্রা মথার পশ্চিম ত্রিপুরা জেলার সভাপতি জিতেন্দ্র দেববর্মা জানান, বাংলাদেশ বেআইনিভাবে বাঁধ নির্মাণ করেছে, যা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন। তিনি জানান, দেশের নাগরিক হিসেবে নিজেদের কর্তব্য পালন করতে তারা মাঠে নেমেছেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেন।