আগরতলা, ১২ মে, ২০২৫ঃ
বেণুবন বুদ্ধ বিহারে আজ আয়োজিত বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উৎসবের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “ভগবান গৌতম বুদ্ধের অহিংসা, প্রেম, করুণা ও শান্তির বাণীকে পাথেয় করে রাজ্য সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, ভগবান বুদ্ধ শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের নন, বরং সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। বৈশাখী পূর্ণিমা তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, সংযমের ও আত্মউন্নয়নের প্রতীক। কারণ এই তিথিতেই বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ ঘটেছিল – যা একে ত্রয়ী আশীর্বাদ দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, “ভগবান বুদ্ধের বাণী আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজেদের আচরণে সংযম আনতে হবে, তাহলেই বুদ্ধের দর্শনের প্রকৃত মূল্যায়ন হবে।” পাশাপাশি তিনি জানান, ভারত সর্বদাই শান্তির পক্ষে, তবে দেশের উপর আঘাত এলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার ধর্মীয় পর্যটনের বিকাশে গুরুত্ব দিচ্ছে। ধর্মীয় কেন্দ্রগুলির উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করছে।