আগরতলা, ২৩ মে, ২০২৫
ত্রিপুরার চা শিল্পের ব্রেন্ডিং এর উদ্যোগ নিয়েছে ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম। দুর্গাবাড়ি চা বাগানে একটি নতুন চা পাতা বিক্রয় কেন্দ্র এবং নতুন রূপে বাজারজাতকরণের জন্য সুদৃশ্য চা প্যাকেটের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ, এবং ত্রিপুরাও এ ক্ষেত্রে অনেকটা অগ্রগতি লাভ করেছে। দুর্গাবাড়ি চা বাগান তার গুণমান ও সুগন্ধের কারণে ইতিমধ্যে রাজ্যে বিশেষ পরিচিতি অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, চা এখন রাজ্যের জনজাতিদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে। তিনি মনে করেন, চা শিল্পের বিকাশে জনজাতিদের আরও বেশি করে যুক্ত করতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী মানুষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাওয়া হচ্ছে।
রাজ্যের সমবায় দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্ৰামীণ এলাকার গড়ে উঠা বিভিন্ন সমবায় সমিতি গুলি।
দুর্গাবাড়ি চা বাগান সমবায় সমিতির এই নতুন উদ্যোগ রাজ্যের চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। “দুটি পাতা একটি কুঁড়ির দুর্গাবাড়ি” এখন ত্রিপুরার গর্ব – এমনটাই আশা সকলের।