আগরতলা, ১০ এপ্রিল, ২০২৫ঃ
তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা পশ্চিম ত্রিপুরা দায়রা আদালতে তার দায়ের করা এক মামলায় সাক্ষী দিলেন বৃহস্পতিবার। ২০০৩ সালে প্রদ্যুৎ কিশোর দেববর্মা সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। তার অভিযোগ ছিল, সৈকত তলাপাত্র তার সম্প্রচারিত খবরে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীকে ‘চায়নিজ’, ‘চায়নিজ আন্টি’ ও ‘চায়নিজ দালাল’ বলে কটূক্তি করেছিলেন। এই ঘটনার পর প্রদ্যোৎ কিশোর একটি এফআইআর দায়ের করেন। ২০২৩ সালের তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষণ আইন অনুযায়ী তালপাত্রকে গ্রেপ্তার করা হয়। এদিন প্রদ্যোৎ বলেন, “তিনি এই শব্দগুলো আমাদের সম্প্রদায়ের জন্য ব্যবহার করেছেন। এটা খুবই দুঃখজনক। আমি আমার পরিবার ও সম্প্রদায়ের সম্মান রক্ষার জন্য লড়ছি, কারণ আমাদের চায়নিজ বলে অপমান করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই ঘটনা দেখায়, আমাদের দেশে এখনো বর্ণবৈষম্যের শিকার হতে হয়। শুধু বাইরের রাজ্যে নয়, আমাদের উত্তর-পূর্ব ভারতেও ‘চিনকি’, ‘চায়নিজ’ কিংবা ‘চায়নিজ দালাল’ বলেও কটূক্তি করা হয়। এটা আমাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে।”
এই মামলার শুনানি এখনও চলমান রয়েছে।