আগরতলা, ১১ মে, ২০২৫ঃ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্টিকরণের দাবি জানালেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। রবিবার আগরতলা দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হলো সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। এটি ছিল ২৪তম পার্টি কংগ্রেস-পরবর্তী প্রথম রাজ্য কমিটির বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এম এ বেবি বলেন, “যুদ্ধ বিরতির ঘোষণা প্রথমে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে করতে পারেন? ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর এ বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রদান করা উচিত।” তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক অসামরিক চাপ সৃষ্টি করা জরুরি।”
এদিনের বৈঠকে রাজ্যের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গত সাড়ে সাত বছরে কাজ ও খাদ্যের সংকটের অভিযোগ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সিপিএম রাজ্যে তীব্র গণআন্দোলনের রূপরেখা গ্রহণ করেছে বলে জানান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
রাজ্যবাসীর স্বার্থে জনমত গড়ে তোলে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।