আগরতলা, ৮ মে, ২০২৫ঃ
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা হামলাকে “যোগ্য জবাব” বলে আখ্যা দিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায়। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, এই অভিযানে শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি জানান, “এই হামলা ভারতীয় সেনার পক্ষ থেকে একটি যোগ্য জবাব, যা দেশের আত্মরক্ষার প্রমাণ।” ওয়ার্ল্ড রেড ক্রস দিবস উপলক্ষে বুধবার আগরতলায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “যুদ্ধের আবহে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। তাই সিভিল ডিফেন্স কর্তৃক আয়োজিত মকড্রিল থেকে প্রতিটি মানুষকে নিরাপত্তা ও সচেতনতামূলক অভিজ্ঞতা অর্জন করতে হবে।” তিনি সকলকে মকড্রিলে অংশগ্রহণ করে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানার আহ্বান জানান।
সব মিলিয়ে একদিকে যেমন সীমান্তে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে ভারত, তেমনই অভ্যন্তরীণ সচেতনতা বৃদ্ধির উদ্যোগকেও গুরুত্ব দিচ্ছে প্রশাসন।