আগরতলা, ১৪ এপ্রিল, ২০২৫ঃ
সিপাহী জেলা অভয়ারণ্য থেকে পালিয়ে যাওয়া এক বিরল প্রজাতির ‘পাম্প ক্রিয়েট’ প্রাণীকে উদ্ধার করল বনরক্ষী কর্মীরা। প্রাণীটি রবিবার গভীর রাতে সুধাংশু অভয়ারণ্য এলাকা থেকে বেড়িয়ে বিশালগড় রঘুনাথপুর এলাকায় চলে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে আচমকাই পাড়ার একাধিক কুকুরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘পাম্প ক্রিয়েট’ নামের কুকুর সদৃশ প্রাণীটি। এরপর স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে ঘিরে ফেলে এবং বনদপ্তরে খবর দেয়। পরে বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অভয়ারণ্যে নিয়মিত অগ্নিকাণ্ড এবং খাদ্যের অভাবের কারণে পশুপাখিরা লোকালয়ে চলে আসছে। একাংশের মতে, অভয়ারণ্য কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিনিয়ত জেলার বিভিন্ন এলাকায় অজগর সাপ, বানর, এবং অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা বেড়ে গেছে। চড়িলাম এলাকায় একাধিকবার মানুষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অজগর, যারা গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে নিচ্ছে। বানরের উৎপাতেও অতিষ্ঠ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে সিপাহীজলা অভয়ারণ্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার মানুষ বনদপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন।