আগরতলা, ৫ মার্চ, ২০২৫ঃ
“বিপুল কান্তি সাহা রাজ্যের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। তার অশেষ পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে রাজ্যের ভাস্কর্য শিল্প বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। তার মতো ব্যক্তিত্বদের সম্মান প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া সম্ভব।” শনিবার থেকে আগরতলা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় শুরু হয়েছে প্রথমবারের মতো বিপুল চারু ও কারু কলা উৎসব। উৎসবের উদ্বোধন করে এদিন শিল্পী বিপুল কান্তি সাহার স্মৃতিতে বলেন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হলেন বিপুল কান্তি সাহা৷ তিনি এই রাজ্যের অন্যতম কৃতি সন্তান। যার অশেষ পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে এখানকার ভাস্কর্য শিল্প বিশ্বপটে সমাদৃত হয়েছে। এই ধরনের ব্যক্তিত্বকে কখনোই বিস্মৃত হতে দেওয়া যায় না। তারাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। বিপুল কান্তি সাহার মতো বরেণ্য ব্যক্তিত্বগণ এসব শিল্প সংস্কৃতিকে রাজ্যের সাধারণ জনগণের নিকট সহজভাবে তুলে ধরেছেন। প্রযুক্তি ছাড়াও রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বগণ যেভাবে তাদের শিল্প, সংস্কৃতিকে সৃষ্টি করেছেন তা এককথায় অভাবনীয়। এই ধরনের ব্যক্তিত্বদের সম্মান প্রদানের মাধ্যমে একটি আত্মতৃপ্তি অনুভব করা যায়। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আরও বলেন “রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতিগত জীবনের রসদ। সংস্কৃতির সান্নিধ্যে থাকলে যুব সমাজ নেশার করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারবে।” মুখ্যমন্ত্রী আরো বলেন, উৎসবের মাধ্যমে রাজ্যের শিল্প ও সংস্কৃতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।