আগরতলা, ১১ মে, ২০২৫ঃ
ভারত-পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের লড়াই থেমে থাকবে না—এই বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ চলতেই থাকবে। ভবিষ্যতে পাকিস্তান কী পদক্ষেপ নেয়, সেদিকে আমাদের নজর রাখা জরুরি।”
শনিবার বিকেল পাঁচটা থেকে কার্যকর হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি। পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ভারত তাতে সম্মতি জানায়। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরও শনিবার রাতে কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানি বাহিনী। এতে শহিদ হন এক ভারতীয় বিএসএফ জওয়ান। পাল্টা জবাবে ভারতও কঠোর প্রতিক্রিয়া জানায়।
এই পরিস্থিতিতে রবিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে রেড এলার্ট জারি করা হয়েছে। তবে এ পর্যন্ত আর কোনও বড় উত্তেজনার খবর পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “যুদ্ধবিরতি আন্তর্জাতিক কূটনীতির অংশ হলেও পাকিস্তানের উপর আস্থা রাখা যায় না। তাই ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নজরে রাখা উচিত।”