আগরতলা, ১ মে, ২০২৫ঃ
সরকারি চাকরির অফার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী-বিদায়কদের উপস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তুল্লেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, চাকরিপ্রার্থীদের হাতে হলুদ খাম তুলে দিয়ে শাসকদলের নেতারা প্রকারান্তরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, বামফ্রন্ট সরকারের ২৫ বছরের শাসনকালে এ ধরনের অনুষ্ঠান হয়নি এবং চাকরির বিনিময়ে পার্টি অফিস থেকে চাপ সৃষ্টি করা হতো না। আরও বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, স্বচ্ছতার নামে বিজেপি ও আরএসএস এর পরামর্শে বহিরাজ্যের যুবকদের রাজ্যের নিম্নপদে চাকরি দেওয়া হচ্ছে। তবে উচ্চপদে মেধাসম্পন্ন বহিরাজ্যের প্রার্থীদের নিয়োগে তিনি আপত্তি জানাননি। অন্যদিকে শাসক দল বিজেপির বক্তব্য, তারা এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি চাকরি স্বচ্ছতার সঙ্গে প্রদান করেছে এবং আর আগের মতো চাকরি পাওয়ার জন্য মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় না। তবে বিরোধীদের অভিযোগ, অর্ধ লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও সরকার তা পূরণে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। শূন্যপদ পূরণের দাবিতে বাম যুব সংগঠনগুলি ইতিমধ্যেই রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।