ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারের বাসিন্দাদের নির্যাতন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চক্রান্তের অভিযোগ তুলে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে বিএসএফের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। গত ২৭ মার্চ, কমলাসাগর বিধানসভার মতিনগরে বিদ্যুৎ নিগমের কর্মীরা বকেয়া বিলের কারণে কাঁটাতারের ওপারের বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে, স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এতে উত্তেজনা সৃষ্টি হলে বিদ্যুৎ নিগমের কর্মীরা ফিরে আসেন। এই ঘটনার পর রাজ্যের ডান-বাম উভয় দলের নেতারা মতিনগর পরিদর্শন করেন, যার মধ্যে ছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী।
মঙ্গলবার, কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসসি দাসের সঙ্গে সাক্ষাৎ করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চক্রান্তের পাশাপাশি কাঁটাতারের ওপারের বাসিন্দাদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। কংগ্রেস পিসিসি মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, “কাঁটাতারের ওপারের বাসিন্দারা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে।” তিনি বিএসএফের কিছু সদস্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।