স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গুরুত্ব দিয়েছে সরকারঃ মুখ্যমন্ত্রী
আগরতলা, ২১ মে, ২০২৫ঃ
রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখন পর্যন্ত ১৯,২৬২ জনকে সরকারি চাকরি দিয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে গুণগত ও দক্ষতার উপর জোর দিয়ে শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের মধ্যে এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠান থেকে এদিন ফুড ইনস্পেক্টর পদে নির্বাচিত ১৫ জন চাকরি প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রটিতে গুণগত ও দক্ষতার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছে। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া জারি রেখে
এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ডাই-ইন-হারনেস সহ মোট ১৯ হাজার ২৬২ জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি সহ শূন্য পদগুলি পূরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। স্বনির্ভরতার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, গত এক বছরে ৩৭ জন এল.ডি.সি. এবং ১৯ জন মাল্টি
টাস্কিং কর্মী জে.আর.বি.টি.’র মাধ্যমে নির্বাচিত হয়ে খাদ্য দপ্তরে যোগদান করেছেন। এছাড়াও খাদ্য দপ্তরে আরও ১২ জন সাব ইনস্পেক্টর, ৩ জন ফিউমিগেশন অ্যাসিস্টেন্ট, ৬ জন স্টোরকিপার এবং ৩৫ জন স্টোর গার্ড পদে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।