আগরতলা, ৩ মে, ২০২৫ঃ
যানবাহনে জরিমানা বসিয়ে গত অর্থবছরে পরিবহন দপ্তর ১৫৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। শনিবার রাজ্য পরিবহন দপ্তরের এক পর্যালোচনা বৈঠক থেকে এই তথ্য জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যানবাহনের জরিমানা আদায়ে ক্যাশলেস ব্যবস্থা চালু হওয়াতে জরিমানা আদায় এর পরিমাণ বেড়েছে বলে মনে করছেন পরিবহন মন্ত্রী। সভায় ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটেল ইনভেস্টমেন্ট ২০২৪-২৫’-এর অধীনে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে মোটর স্ট্যান্ড ও জেলা পরিবহণ ভবন নির্মাণ, আঞ্চলিক ড্রাইভিং টেস্টিং সেন্টার, ই-চালান ব্যবস্থা, বাহন ও সারথী প্ল্যাটফর্ম, ইন্টার স্টেট বাস টার্মিনাল, কমিশনারেট ভবন নির্মাণ প্রভৃতি। মন্ত্রী জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পালিত সড়ক নিরাপত্তা সপ্তাহকে স্কুল-কলেজ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। কেন্দ্রীয় সরকারের ‘রাহ বীর’ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলে বর্তমানে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পরিবহণ ও পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোমতী নদীর মহারাণীতে ড্রেজিং কাজ চলমান রয়েছে এবং পর্যটন বিকাশে জেটি নির্মাণ ও নৌকা নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।