আগরতলা, ৩ মে, ২০২৫ঃ
গত ২ মে রাত ও ৩ মে ভোররাতের মাঝামাঝি সময়ে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ এর কুইক রিঅ্যাকশন টিম একটি চোরাচালান চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন পাড্ডাপুকুর রাধাপুর শিব মন্দির সংলগ্ন জাতীয় সড়ক একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করা হয়। গাড়িটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও, গাড়ির সামনের দিকে থাকা একটি টাটা সাফারি ও পেছনে থাকা একটি ওয়াগনআর গাড়ি চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলি পালাতে সক্ষম হয়। আটক গাড়িটি তল্লাশি করে বিএসএফ সদস্যরা ১৫০টি কার্টনে ভরা মোট ১৫ লক্ষ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২.৮২ কোটি টাকা। অন্য এক অভিযানে, পশ্চিম ত্রিপুরা জেলার বিওপি পাঠরিদ্বার এলাকায় বিএসএফ সদস্যরা সীমান্তে বড়সড় চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দেন এবং ৩১৫৬টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। বিএসএফ জানিয়েছে, সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে সীমান্তবর্তী অপরাধ রোধ করা যায়।