আগরতলা, ১৪ জুন, ২০২৫ঃ
“রক্তের অভাবে যেন কারও মৃত্যু না হয়— এই বার্তা নিয়েই আমরা এগিয়ে চলেছি।” বিশ্ব রক্তদান দিবস উদযাপন উপলক্ষে আগরতলা আয়োজিত এক অনুষ্ঠানে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১৪ জুন, ‘বিশ্ব রক্তদাতা দিবস’। এই উপলক্ষে ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে বর্তমানে ১৪টি ব্লাড ব্যাংক রয়েছে এবং ব্লাড কম্পোনেন্ট সেপারেশন সেন্টার বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক রক্ত সংরক্ষণ ও সঞ্চালন পরিকাঠামো উন্নয়নের বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এ বছরের বিশ্ব রক্তদাতা দিবসের থিম ছিল, ‘রক্ত দিন, আশা দিন, একসাথে জীবন বাঁচাই’। এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। সারা বিশ্বের মতো রাজ্যেও গৌরবের সঙ্গে পালিত হল এই দিনটি। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটানো অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনকে স্মরণে রেখে প্রতি বছর এই দিনটিকে পালন করা হয়, যিনি রক্তের গ্রুপ প্রণালীর আবিষ্কার করেছিলেন।
অনুষ্ঠানে কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন রাজ্যের রক্ত সঞ্চালনা সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট ‘ত্রিপুরা রক্তকোষ’। এছাড়াও তিনি ২০২৫-২৬ অর্থবছরের রক্তদান ক্যালেন্ডার এবং স্বাস্থ্য দপ্তরের প্রকাশনা ‘স্বাস্থ্য সংবাদ’-এর মুখপত্র উন্মোচন করেন।