আগরতলা, ১৫ জুন, ২০২৫ঃ
আগামী ২২ জুন থেকে রাজ্যের প্রতিটি বাড়িতে ‘বাড়ি-বাড়ি প্রচার অভিযান’ শুরু করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের এক বৈঠক থেকে রবিবার এই এই আন্দোলন সহ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এই প্রচারে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া হবে। বৈঠক থেকে ল প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, এআইসিসি এর নির্দেশ অনুযায়ী এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে যে সংকটজনক পরিস্থিতি বিরাজ করছে— বিশেষ করে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও অন্যান্য সামাজিক অপরাধ— সেসব বিষয় এই প্রচারের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা হবে।
সভায় কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রধান, জেলা ও ব্লক সভাপতিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যে কংগ্রেস সংগঠনকে আরও মজবুত করার এবং জনসংযোগ বাড়ানোর উপায় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, ২২ জুন থেকে শুরু হওয়া এই প্রচার কর্মসূচিতে দলীয় কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ করবেন এবং সরকারের বিরুদ্ধে দলীয় অভিযোগ ও বিকল্প ভাবনা তুলে ধরবেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, অশোক দেববর্মা, দিবা চন্দ্র রাংখল, মনিন্দ্র রিয়াং, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ দলের সমস্ত জেলা ও ব্লক সভাপতিরা।