আগরতলা, ১৬ জুন, ২০২৫ঃ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অধীন আদিবাসী কংগ্রেস কমিটি আজ রাজ্যের মুখ্যসচিবকে জনজাতিদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটি লিখিত আবেদনপত্র প্রদান করেছে। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া জানান, আদিবাসী সমাজের স্বার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারকে অনুরোধ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নানা আন্দোলনের ধারাবাহিকতা ও উদ্দেশ্য নিয়ে কটাক্ষ করেন। শব্দকুমার জমাতিয়ার অভিযোগ, “প্রদ্যুৎ বাবুর আন্দোলনগুলো প্রথমে জোরদার হলেও পরবর্তীতে হঠাৎ থেমে যায়। চুপ করে যাওয়ার এই প্রবণতা জনজাতি সমাজের দাবির প্রতি অবহেলা প্রকাশ করে।”
তিনি বলেন, “সিএএ আন্দোলন, পুষ্পবন্ত প্যালেস বিতর্ক, বাংলাদেশি বিতারণ বা ককবরকের রোমান স্ক্রিপ্ট—প্রত্যেকটি ইস্যুতে প্রদ্যুৎ দেববর্মনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এই ধরণের আন্দোলনের নাটকীয় মোড় জনজাতিদের বিভ্রান্ত করছে।”
শব্দকুমার জমাতিয়া আরও জানান, অভিবাসী বিতারণ ইস্যুতে তিপ্রা মথার আন্দোলনের প্রকৃত ভিত্তিবর্ষ জানার জন্য প্রদ্যুৎ দেববর্মাকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাবে ফোনে প্রদ্যুৎ বাবু যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পাশাপাশি পুষ্পবন্ত প্যালেস বিতর্ক আবারও সামনে এনে আদিবাসী কংগ্রেস নেতারা অভিযোগ করেন, “জনগণের আবেগকে হাতিয়ার করে চলা এই ধরনের আন্দোলন প্রহসনে পরিণত হয়েছে।”