আগরতলা, ১৬ জুন, ২০২৫ঃ
মহিলা সশক্তিকরণে ত্রিপুরা সরকার গত সাত বছরে প্রায় ২০০০ কোটি টাকা ব্যয় করেছে বলে জানালেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আজ প্রজ্ঞা ভবনের এক নম্বর হলে আয়োজিত মহিলা সংক্রান্ত আইন ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের ওপর এক রাজ্যস্তরীয় কর্মশালায় প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এই তথ্য জানান।
টিঙ্কু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। সমাজে কুসংস্কার ও বাল্যবিবাহ দূর করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের মহিলা প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৫৮ হাজার স্বনির্ভর দল রয়েছে, যার সদস্য সংখ্যা ৫ লক্ষাধিক মহিলা। সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষণ রাখা হয়েছে এবং মার্কেট স্টলগুলোর অর্ধেক মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মহিলা নিরাপত্তা এবং সহায়তার জন্য রাজ্যের ৮টি জেলায় ৮টি ওয়ান স্টপ সেন্টার রয়েছে এবং আরও দুটি—কৈলাসহর ও আগরতলায়—প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া গেছে।
তিনি আরও জানান, আগরতলায় ১টি সখী নিবাস রয়েছে এবং আরও ১০টি গড়ার মঞ্জুরী মিলেছে। রাজ্যে বর্তমানে ১ লক্ষ ১৪ হাজার ৩০০ জন বয়স্ক মহিলা প্রতিমাসে ২০০০ টাকা করে ভাতা পাচ্ছেন। নরসিংগড়ে ২৫ শয্যার হাফ ওয়ে হোম ‘শান্তি নিড়’ নির্মাণাধীন।