আগরতলা, ২৭ জুন ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর তৎকালীন সরকার পরিবর্তনের মাধ্যমে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করলেও, নতুন সরকার গঠনের পর থেকেই গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হতে শুরু করেছে।
চিঠিতে আশীষ সাহা উল্লেখ করেন, শাসক দলের একাংশের মদতে বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা, কার্যালয় দখল, নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা, বাইকবাহিনীর বাড়িঘরে আক্রমণ ও অগ্নিসংযোগের ঘটনা রাজ্যজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে আশার সঞ্চার হলেও, সাম্প্রতিক উপনির্বাচনে সমাজবিরোধীরা ফের সক্রিয় হয়েছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ‘সুশাসন’ ও ‘জিরো টলারেন্স’ নীতির কথা কেবল ভাষণেই সীমাবদ্ধ রয়ে গেছে বলেও কংগ্রেসের অভিযোগ।
চিঠিতে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে শাসক দলের সমর্থকদের দ্বারা আক্রমণের ঘটনাকেও রাজ্যের আইনশৃঙ্খলার বিপর্যয়ের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রাক্তন নেতার উস্কানিমূলক বক্তব্যকে এই পরিস্থিতির অন্যতম অনুঘটক বলেও অভিহিত করা হয়েছে।
পরিশেষে কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান, রাজ্যজুড়ে একটি সুস্থ, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে শাসকদল আশ্রিত সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তিনি।