আগরতলা, ২৭ জুন, ২০২৫ঃ
ত্রিপুরার কুইন আনারসকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক ১৩২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে—এমনটাই জানালেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ৫ম সিআইআই ত্রিপুরা আনারস উৎসব ২০২৫-এ তিনি জানান, আনারস চাষে কৃষকদের আয় দ্বিগুণ করাই সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে প্রায় ১১,৮৬২ হেক্টর জমিতে আনারস চাষ হয় এবং উৎপাদন হয় ১.৭৪ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে কুইন জাতের আনারস জিআই ট্যাগপ্রাপ্ত এবং তার সুবাস ও স্বর্ণালি বর্ণ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর ১০,০০০ মেট্রিক টন আনারস রপ্তানিযোগ্য মানের হয়, যা দেশ-বিদেশে সরবরাহ করা হয়ে থাকে।
মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের অধীনে ২,০০০ হেক্টর জমিতে সারা বছর ধরে আনারস উৎপাদনের লক্ষ্যে ‘৩৬৫ দিনের স্ট্যাগারিং পদ্ধতি’ চালু করা হবে। এতে ফসল তোলার পর ক্ষয়ক্ষতি হ্রাস, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়ও দ্বিগুণ হবে।
কৃষি মন্ত্রী বলেন, “বিজেপি সরকার আসার আগে কৃষকরা আনারসের প্রকৃত মূল্য পেতেন না। এখন তারা বিদেশেও ফল বিক্রির সুযোগ পাচ্ছেন। এই প্রকল্প ত্রিপুরার কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”