আগরতলা, ১ জুলাই, ২০২৫ঃ
রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত ‘জাতীয় চিকিৎসক দিবস-২০২৫’ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই বার্তা দেন। এবারের দিবসের মূল ভাবনা ছিল “বিহাইন্ড দ্য মাস্ক – কেয়ারিং ফর কেয়ারগিভার্স”।
অনুষ্ঠানের শুরুতে ডা. বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, ডা. বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন চিকিৎসকই ছিলেন না, তিনি আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ও সমাজসেবায় অনন্য উদাহরণ। তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বর্তমান চিকিৎসকদের মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের পদক্ষেপ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি কিডনি প্রতিস্থাপন সফলভাবে শুরু হয়েছে এবং ভবিষ্যতে লিভার প্রতিস্থাপন পরিষেবাও চালু করা হবে। গোমতী, ধলাই ও দক্ষিণ জেলায় ট্রমা সেন্টার চালু হয়েছে, জিবি হাসপাতালে ২০০ শয্যার মা ও শিশু বিভাগ গড়ে তোলার জন্য ১৯২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ১৫ লক্ষ মানুষ আয়ুষ্মান কার্ড পেয়েছেন এবং এতে ২৩৯ কোটি টাকার সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ১৭ কোটি টাকার সাহায্য প্রদান করা হয়েছে। পাশাপাশি, আগরতলা ডেন্টাল কলেজে পরিকাঠামো উন্নয়নে ২০২ কোটি টাকা বরাদ্দ এবং বিশ্রামগঞ্জে রাজ্য স্তরের নেশামুক্তি কেন্দ্র স্থাপনে ১২১ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।