আগরতলা, ১ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ‘বছর বাঁচাও’ পরীক্ষা মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে। এই বিশেষ পরীক্ষাটি চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। পর্ষদ সূত্রে খবর, মূল পরীক্ষায় অকৃতকার্য বা নির্দিষ্ট মানদণ্ড পূরণে ব্যর্থ শিক্ষার্থীদের জন্য এই দ্বিতীয় সুযোগের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা শিক্ষাবর্ষ হারানোর হাত থেকে রক্ষা পায়।
পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন, এ বছর মাধ্যমিক স্তরে ‘বছর বাঁচাও’ পরীক্ষায় বসেছে মোট ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী। অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরে এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৭০৯ জন। এছাড়া, মাধ্যমিক স্তরে যারা মূল পরীক্ষায় অংক বিষয়ে বেসিক লেভেলে পরীক্ষা দিয়েছিল কিন্তু উচ্চমাধ্যমিকে গিয়ে অংক নিয়ে পড়তে চায়, তাদের জন্যও আলাদাভাবে অংক স্ট্যান্ডার্ড স্তরের পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন বলে জানিয়েছেন দুলাল দে।
পরীক্ষাগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্যজুড়ে একাধিক কেন্দ্র গঠন করা হয়েছে এবং শিক্ষা পর্ষদ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘বছর বাঁচাও’ পরীক্ষা মূলত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একটি ইতিবাচক পদক্ষেপ, যার মাধ্যমে শিক্ষার্থীরা আরও একটি সুযোগ পেয়ে থাকে শিক্ষা-জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিক্ষামহলে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।