আগরতলা, ১ জুলাই, ২০২৫ঃ
বিশ্ব চিকিৎসক দিবসের দিনে রাজ্যের স্বা
স্থ্য পরিষেবার পরিকাঠামো আরও একধাপ এগিয়ে গেল। মঙ্গলবার এক সংক্ষিপ্ত ও গম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে আগরতলার বিদুরকর্তা চৌমুহনীতে নবনির্মিত ডঃ পি. বি. দাস মেমোরিয়াল হেল্থ কাউন্সিল ভবন-এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
এই নতুন ভবনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা সাতটি গুরুত্বপূর্ণ কাউন্সিল অফিসকে একই ছাদের নিচে স্থানান্তর করা হয়েছে। এই ব্যতিক্রমী পদক্ষেপে ত্রিপুরা ভারতের একমাত্র রাজ্য হিসেবে নজির গড়ল, যেখানে এতগুলি স্বাস্থ্য কাউন্সিল একসঙ্গে একটি ভবনে স্থান পেয়েছে। স্থানান্তরিত কাউন্সিলগুলি হল,
ত্রিপুরা স্টেট মেডিক্যাল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিল
ত্রিপুরা নার্সিং কাউন্সিল, ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল
কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, ত্রিপুরা
ত্রিপুরা স্টেট এলাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল
এর আগে এই কাউন্সিল অফিসগুলি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ভবনে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ফলে সাধারণ মানুষ, রেজিস্ট্রেশন প্রার্থী এবং স্বাস্থ্যকর্মীদের নানা অসুবিধার মুখে পড়তে হত। প্রশাসনিক সুবিধা এবং জনসাধারণের সহায়তার কথা মাথায় রেখে এই সাতটি কাউন্সিলকে একত্রিত করার উদ্যোগ নেয় রাজ্য সরকার।
এই ভবনটি রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডঃ ফণীভূষণ দাসের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “এই ভবনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ঘটবে। পরিষেবা নিতে আসা মানুষজনের জন্য এটি এক সুসংগঠিত কেন্দ্র হয়ে উঠবে।”