আগরতলা, ১ জুলাই, ২০২৫ঃ
পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সিপিআইএম কর্মী ও সমর্থকদের ওপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা পুলিশের সদর কার্যালয় ঘেরাও করল সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি। মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিপিআইএমের রাজ্য নেতা ও প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা, সিট্যুর নেতৃত্ব সহ অন্যান্য বাম নেতৃত্বরা।
সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, বিগত সাত বছর ধরে জিরানিয়া এলাকায় পরিকল্পিতভাবে সন্ত্রাস কায়েম করে রেখেছে দুষ্কৃতিকারীরা। পার্টির বহু কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, এমনকি জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতির অবসান ঘটাতে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের ডিজিপির কাছে লিখিত ডেপুটেশন জমা দেয় সিপিআইএম জিরানিয়া লোকাল কমিটি।
প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, “এই রাজ্যে গণতন্ত্র নেই। বিরোধীদের কণ্ঠরোধ করতেই একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। পুলিশ প্রশাসন নির্লিপ্ত। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।”
সিপিআইএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।