আগরতলা, ১ জুলাই, ২০২৫ঃ
বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী কৈলাশ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কারা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে সিপাহীজলা জেলার জেলাশাসককে এই ঘটনা তদন্ত করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। একটি মারামারির মামলায় ২১ জুন এনসিসি থানার পুলিশ কৈলাশ রায়কে গ্রেফতার করে এবং তিনদিনের পুলিশ রিমান্ড শেষে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ২৯ জুন বন্দী অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রাথমিক অনুসন্ধান এবং এনএইচআরসি-র বিধিমাফিক ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে পরিবারের অভিযোগ, পুলিশি হেফাজতে থাকাকালীন কৈলাশ রায়ের উপর শারীরিক অত্যাচার চালানো হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে গোয়ালাবস্তি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এনসিসি থানার সামনে জনতা বিক্ষোভ দেখায় ও অভিযুক্তদের শাস্তির দাবি জানায়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে সিপাহীজলা জেলার জেলাশাসককে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।