আগরতলা, ২ জুলাই, ২০২৫ঃ
৯ জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং একাধিক শ্রমিক সংগঠন। এই ধর্মঘটের আহ্বানে সামিল হয়েছে বাম দল সিপিআইএম-ও। তাদের ১৭ দফা দাবির মধ্যে রয়েছে নতুন শ্রম কোড বাতিল, শ্রমিক স্বার্থে বিভিন্ন সংস্কারের দাবি, ন্যূনতম মজুরি বৃদ্ধি ইত্যাদি। সেই দাবিকে সামনে রেখে সিপিআইএম ধর্মঘটকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করতে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে। ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই রাজ্যের ধর্মনগরসহ বিভিন্ন স্থানে মিছিল ও প্রচারসভা হয়েছে।
তবে এই ধর্মঘটের প্রেক্ষিতে ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনামায় জানানো হয়েছে যে, ধর্মঘটের দিন অর্থাৎ ৯ জুলাই ২০২৫-এ রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি অফিস এবং সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবে চালু থাকবে। সেই সঙ্গে জানানো হয়েছে, ওই দিন সকল সরকারি কর্মচারী ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের স্বাভাবিকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে এবং তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কেউ নির্দেশ লঙ্ঘন করলে, প্রশাসন সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
এছাড়াও, সমস্ত দপ্তর প্রধানদের ৯ জুলাই দুপুর ১২টার মধ্যে কর্মচারীদের উপস্থিতি সংক্রান্ত রিপোর্ট সাধারণ প্রশাসন বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একদিকে প্রশাসনিক দিক থেকে কড়া নজরদারির বার্তা দেওয়া হল, অন্যদিকে ধর্মঘট সফল করতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির তৎপরতাও রাজ্যজুড়ে জারি রয়েছে। এখন দেখার বিষয়, ধর্মঘটের দিন রাজ্যে কী পরিস্থিতি তৈরি হয়।