আগরতলা, ৫ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের প্রায় ৪০ লক্ষ অনিয়মিত কর্মচারীর দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শুক্রবার মহাকরণ অভিযানে সামিল হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। দীর্ঘদিন ধরেই নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মীদের পূর্ণকালীন স্বীকৃতি সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
এই দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় জমায়েত হন সংগঠনের হাজারো সদস্য। সেখান থেকে মিছিল বেরিয়ে কর্নেল চৌমুহনী হয়ে সার্কিট হাউস অভিমুখে যাওয়ার সময় পুলিশ প্রশাসন রণসজ্জায় উপস্থিত হয়ে মিছিল রোধ করে। পরবর্তীতে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্যসচিবের হাতে দাবি সনদ তুলে দেয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব তথা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ২০১৮ সালের ৩১ জুলাইয়ের ‘কালো সার্কুলার’ প্রত্যাহার ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ স্কিম চালুর দাবিতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এ মহাকরণ অভিযান সরকারের প্রতি স্পষ্ট বার্তা — সময়মতো দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে আরও তীব্র আন্দোলন সংঘটিত হবে।