আগরতলা, ৪ জুলাই ২০২৫ঃ
অবশেষে স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের। ভূমিধসের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া লামডিং-বদরপুর হিল রেল সেকশনে ফের চালু হয়েছে স্বাভাবিক ট্রেন চলাচল। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দিয়াখো ও মুপা স্টেশনের মাঝামাঝি কিমি ৫১/২-৩ এর মধ্যে বিশাল আকৃতির পাথর ও মাটি ট্র্যাকে পড়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা ৪২ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয়। প্রথম যে ট্রেনটি ক্ষতিগ্রস্ত রুট দিয়ে অতিক্রম করে, তা ছিল ১২৫২০ আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস।
ঘটনার পরপরই রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। রাতভর অভিযান চালিয়ে ট্র্যাক থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নিরাপদ রেল চলাচল নিশ্চিত করা হয়।
ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে স্থাপন করা হয়েছিল হেল্পডেস্ক। যাত্রীদের খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের ব্যবস্থাও করে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ট্রেন পুনঃনির্ধারিত বা নিয়ন্ত্রিত হয়েছিল, সেগুলি ইতিমধ্যেই তাদের নির্ধারিত যাত্রাপথে ফিরে গেছে। যাত্রীদের অফিসিয়াল রেলওয়ে চ্যানেলের মাধ্যমে ট্রেন সংক্রান্ত আপডেট নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার কপিনজল কিশোর শর্মা বলেন, “আমাদের দলের নিরলস প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে ট্র্যাক পুনরুদ্ধার সম্ভব হয়েছে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।”
এ ধরনের জরুরি অবস্থায় রেল বিভাগের তৎপরতা এবং দ্রুত পদক্ষেপ আবারও প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে।