আগরতলা, ৫ জুলাই, ২০২৫ঃ
রাজ্যের নিম্ন আয়ের মানুষের হাতে সহজলভ্যভাবে সরকারি ফ্ল্যাট তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা হাউজিং ও কনস্ট্রাকশন বোর্ডের ১০৭তম বোর্ড মিটিং-এ মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগতমান বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, জনচাহিদার সাথে সামঞ্জস্য রেখে সরকারি ফ্ল্যাট নির্মাণ করতে হবে এবং প্রতিটি প্রকল্প সময়মতো শেষ করার ওপর জোর দিতে হবে। সভায় তিনি আগরতলার গান্ধীঘাটে নির্মাণাধীন ট্যুরিজম ও কালচারেল হাব, একলব্য বিদ্যালয়, মির্জার ইকো পার্ক, উদয়পুরের গ্র্যান্ড স্ট্যান্ড, অম্পির গার্লস হোস্টেল, আমবাসার যুব আবাস এবং আগরতলার প্রস্তাবিত কনভেনশন সেন্টার সংক্রান্ত কাজের খোঁজ নেন।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় সরকারি ভবন নির্মাণে সঠিক পরিকাঠামো নিশ্চিত করতে হবে। সভায় পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনা করেন এবং বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এস. কে. রামপাল আগের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। সভায় বোর্ডের বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।