বিলোনিয়া, ৯ জুলাই, ২০২৫ঃ
গত দুই দিন ধরে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমা কার্যত জলমগ্ন। মুহুরী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বর্তমানে বাঙ্কার গেজ স্টেশনে ১৪.৫০ মিটার অতিক্রম করেছে, যা বিপদসীমার মাত্র ০.৫০ মিটার নিচে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং নদীর জলপ্রবাহের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
বৃষ্টিপাতের কারণে বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে বাড়িঘরে। এই পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজে দ্রুত তৎপরতা দেখিয়েছে মহকুমা প্রশাসন। এখন পর্যন্ত ১২টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মোট ২৩১টি পরিবারের ৭৫৭ জন মানুষ। তাদের মধ্যে ৩৩৬ জন পুরুষ, ৩৪১ জন মহিলা এবং ৮০ জন শিশু রয়েছে। প্রশাসনের তরফ থেকে খাদ্য ও চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে। জেলায় ১০টি বোট প্রস্তুত রাখা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সিভিক ভলান্টিয়াররা ২৪ ঘণ্টা তৎপর রয়েছেন।
এদিকে গোমতী নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহকুমা প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করেছে এবং গোটা মহকুমা জুড়ে ১৬টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে।
আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বিলোনিয়া ও দক্ষিণ ত্রিপুরায় লাল সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবার প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।