আগরতলা, ৯ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে আগামী দুই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্র। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে আর্দ্রতার মাত্রা বেড়ে গেছে এবং মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০ জুলাই সকাল পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহিজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার কিছু কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেমি) হতে পারে। অন্যান্য জেলায়ও ১-২টি স্থানে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন অর্থাৎ ১০ জুলাই সকাল ৮:৩০ থেকে ১১ জুলাই সকাল ৮:৩০ পর্যন্ত আবারও পশ্চিম, গোমতি, সিপাহিজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে।
এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের নিচু এলাকাগুলিতে জলাবদ্ধতা, রাস্তা বন্ধ হয়ে যানজট, গাছ উপড়ে পড়া, কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া, ফসলের ক্ষয়ক্ষতি এবং আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বজ্রপাতের ফলে প্রাণহানির ঝুঁকিও তৈরি হয়েছে বলে দপ্তরের তরফে জানানো হয়েছে।